Declaration
Bangla Homework
Batch:8MB 23
শূন্যস্থান পূরণ কর Page No:142
Online Bangla Book Part-2, Page-142-144 (click here)
ক. এই যে দেখছ, নকশা এসবই গ্রামের শিল্পীদের তৈরি।
খ. মাটির পুতুল জমানো আমার একটি শখ ।
গ. মাটির তৈরি শিল্পকর্মকে মৃৎশিল্প বলে।
ঘ. আমরা মেলা থেকে অনেক টেপা পুতুল কিনলাম ৷
শখের মৃৎশিল্প গল্পটির প্রশ্ন পড় ও লিখ ২ বার Page No:143-144
ক. মাটির শিল্প বলতে কী বুঝি?
উত্তর : মাটির তৈরি শিল্পকর্মকে আমরা বলি মাটির শিল্প বা মৃৎশিল্প। এ শিল্পের প্রধান উপকরণ হলো মাটি।
খ. বাংলাদেশের প্রাচীন শিল্পকর্ম কোনটি?
উত্তর : বাংলাদেশের সবচেয়ে প্রাচীন শিল্পকর্ম হচ্ছে মাটির শিল্প।
গ. শখের হাঁড়ি কী রকম?
উত্তর :শখের হাঁড়ি মাটির তৈরি। এতে অপূর্ব সুন্দর কারুকাজ করা থাকে।
ঘ. মৃৎশিল্পের প্রধান উপাদান কী?
উত্তর : মৃৎশিল্পের প্রধান উপাদান হলো পরিষ্কার এঁটেল মাটি।
বাংলাদেশের জাতীয় ফুল,ফল,মাছ,পাখি,নদী ও গাছের নাম পড় ও লিখ Page No:34-35
Online Bangla Book Part-2, Page-34-35 (click here)
১। দোয়েল আমাদের জাতীয় পাখি
২। ইলিশ আমাদের জাতীয় মাছ
৩।কাঁঠাল আমাদের জাতীয় ফল
৪। বাঘ আমাদের জাতীয় পশু
৫। আম গাছ আমাদের জাতীয় গাছ
৬। পদ্মা, মেঘনা, যমুনা আমাদের বড় নদী
৭। শাপলা আমাদের জাতীয় ফুল
Images
SL | Images |
---|