Content
Exam Schedule
📣সম্মানিত শিক্ষকবৃন্দ, আগামী নভেম্বর মাসের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে সিলেবাস তৈরি করতে হবে এবং দেয়া সিলেবাস অনুযায়ী একমাস ক্লাসে রিভিশন করাতে হবে। ডেমো ফাইলে পরীক্ষার আপডেট করা রুটিন ও ফাইলের ফরম্যাট দেয়া আছে। Submission Date: 20/09/25 ***অনুগ্রহ করে সবাই ফাইলের ফরম্যাট ব্যবহার করবেন এবং সিলেবাসে টপিক অনুযায়ী, বইয়ের নাম এবং পেজ নাম্বার উল্লেখ করে দিবেন। যেই ব্যাচের পরীক্ষা হবে, সংশ্লিষ্ট সাব্জেক্টের টিচাররা তাদের সিলেবাসের ছবি, পরীক্ষার ডেট উল্লেখ করে সাব্জেক্ট অনুযায়ী হোমওয়ার্কের সেকশনে আপ্লোড করবেন। ** গ্রেজুয়েশন ব্যাচগুলোর পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে।সেই অনুযায়ী প্রস্তুতি নিবেন। File Link: https://drive.google.com/drive/u/0/folders/1w1mti_QvW49Nhzil4WID9OBfjAzZh_qL