Code:Homework#11062
Teacher name:Humayra Kheyam
Submission Deadline:October 28 at 12:00 AM
Published at:October 23 at 08:15 PM
*All time based on the Japan (UTC+9)
Declaration
বাংলা হোমওয়ার্ক
EXAM DATE
Written Test 5th November 2025
Oral Test 6th November 2025
১। বর্ণ দিয়ে বাক্যগঠন করি ও লিখি (একবার করে)।
অ = অলি হাসে। আ = আম খাই।
ই = ইলিশ কিনি। ঈ= ঈগল ওড়ে।
উ= উট চলে। ঊ= ঊর্মি দোলে।
২। বর্ণ দিয়ে বাক্য গঠন পড়ি ও মুখস্থ করি।
ক- কাঁঠাল আমাদের জাতীয় ফল।
খ- খরগোশ দেখতে সুন্দর।
গ- গরু ঘাস খায়।
ঘ- আমার ঘর সাজাতে ভালো লাগে।
ঙ- আমার প্রিয় রঙ________।
৩। রিডিং: ‘জলপরী ও কাঠুরের গল্প’ সুন্দর করে বানান করে পড়ি।


