Content
Notice Board - (07/04/2025)
আসসালামু আলাইকুম, (7th April, 2025)
সকলকে অভিনন্দন জানাচ্ছি l নিম্নোক্ত বিষয়ের উপর সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি
- আসসালামু আলাইকুম, স্টুডেন্ট পয়েন্ট এর ফাইলে একটা মাসের এভারেজ পয়েন্ট সাবমিট করতে হবে। এখানে Ban-/Eng-/Ara-/ Ban-10/Eng-9/Ara-8/ এভাবে পয়েন্ট গুলো সাবমিট করে দিতে হবে এবং PP লিখে প্যারেন্টস পয়েন্ট শুধু মাত্র ক্লাস টিচাররা দিবেন। জুন ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫, মাসের পয়েন্ট গুলো সাবমিট করতে হবে। কোনো ব্যাচের স্টুডেন্ট এর নাম মিস থাকলে, টিচাররা এড করে নাম্বার দিয়ে দিতে পারবেন এবং এডমিন কে জানিয়ে রাখবেন।
Link: https://drive.google.com/drive/folders/1C-m4y_JknaqMcEDXZOKYmN57UVLAS_m6?usp=sharing
Submission Deadline: 14/02/2025
2. অনুগ্রহ করে হোমওয়ার্কের সাথে সিলেবাসের ছবি আপলোড করবেন।
3. https://newagekidsschool.com/general-pages/external-teachers-for-february-25-exam- External Teacher Feb-25
4. https://newagekidsschool.com/general-pages/admins-active-working-time
5. ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা কো হোস্ট সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন।
কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়।
6. সম্মানিত শিক্ষকবৃন্দ, ইদানীং অনেকে ক্লাস শেষ করতে করতে বিরতির ১০ মিনিট সময়ও ক্লাস নিয়ে অতিবাহিত করছেন। এর প্রভাব পরবর্তী ক্লাসে পড়ছে এবং শিক্ষার্থীরা ক্লাসের টাইমে বিরতির সময় দাবি করছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ক্লাস নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করুন এবং বিরতির সময় সঠিকভাবে বজায় রাখুন।
7. অনুগ্রহ করে সময় অনুযায়ী টেম্পলেট গুলো শেয়ার করবেন, সকালের টেম্পলেট রাতের বেলা কিংবা রাতের বেলা কোনো ধরনের পোস্ট, ম্যাসেঞ্জারের কোনো সেশনের ব্যাচে দিবেন না (যেই ব্যাচে স্টুডেন্টরা আছে, এই ব্যাপারে আগে অভিযোগ এসেছিলো)।
8. সম্মানিত শিক্ষকবৃন্দ, ফেব্রুয়ারি-২৫, মাসে অনুষ্ঠিত ১৮ টি ব্যাচের পরীক্ষার রেজাল্ট সাবমিট করার ফাইলের লিংক দেয়া হয়েছে। যার যার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের নম্বর (সংখ্যায়), গ্রেড (A+) এবং পারসেন্টেজ (নম্বর অনুযায়ী 80%) এর ঘর গুলো যথাযথ ভাবে পূরণ করে, রেজাল্ট সাবমিট করতে হবে। ***টিচাররা রেজাল্টের লিংকে কোশ্চেন ব্যাংক ফোল্ডারে সেশন অনুযায়ী পরীক্ষার কোশ্চেন আপ্লোড করে দিবেন। Submission Deadline: 07-02-2025 Result Submission Link: https://drive.google.com/drive/folders/1k1Y48elLI7l4U8PFZ37alsDivy57JBKV?usp=sharing রেজাল্টের শীটে কোনো স্টুডেন্ট এর নাম মিসিং থাকলে সরাসরি এডমিন কে জানাবেন।
9. ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন। Submission Deadline: 03/02/25 File Link: https://docs.google.com/spreadsheets/d/11fxhE_evhdwT5fEnVec2QO9N1FO_lKaa/editusp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true
10. আয়াত মার্চের ১২/১৩ তারিখে এক্সাম এটেন্ড করবে, বাংলাদেশে যাওয়ার জন্য সে এই সপ্তাহে পরীক্ষায় এটেন্ড করতে পারবে না।
11. সামনের সপ্তাহ থেকে 1.মিন্না 7SC22 থেকে 9JA22, 2. জাহিন 1DA24 থেকে 5DB24 3.মাশফি (নতুন স্টুডেন্ট) 9SA24 (Only English) 4. মানহা/ফাইজা 9SA24 থেকে 1JC24 5. রেইনা 9MA22 থেকে 8MB23 6. আদইয়ান 5JB22 to 5DB24 (transferred from Arabic class) 7. রাইসা 9MA22 থেকে 9DC22 (বাংলা সহ সব সাব্জেক্ট) 8. স্বপ্নীল 5JB22 থেকে 7SC22 9. আয়ান আহনাফ/ আহনাফ হিমুরু 7SB24(only Arabic) 10. ইসমাইল 5MB22 থেকে 1JC23 ( এখন থেকে শুধু বাংলা ক্লাসে জয়েন করবে, অন্য সাব্জেক্ট পড়বে না)। 11. Ahanaf tazwar rajjo 9SA24 ব্যাচে জয়েন করবে (নতুন স্টুডেন্ট) এখানে দেয়া লিস্ট অনুযায়ী যদি কেউ ক্লাসে এটেন্ড না করে এডমিন কে জানাবেন। কোনো প্রবলেম হলে ইনবক্সে এডমিন কে জানাবেন।
12. সম্মানিত শিক্ষকবৃন্দ, আগামী মে মাসের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে, সকল পরীক্ষার্থীদের রিপোর্ট তৈরি করতে হবে এবং এখানে দেয়া লিংকে ক্লিক করে সেশন অনুযায়ী ক্লিক করলে (Student Report) নামের একটা ফাইল থাকবে। ফাইলে আলাদা করে সেশন অনুযায়ী ব্যাচের নাম দেয়া হয়েছে। ক্লাস টিচাররা সংশ্লিষ্ট টিচারদের কাছ থেকে স্টুডেন্ট রিপোর্ট সংগ্রহ করে, ব্যাচের নাম অনুযায়ী জায়গায় সাবমিট করবেন। Submission Date: 21/03/25 File Link: https://drive.google.com/drive/u/0/folders/1g3DUO3vjSKc2tML5m4Jhun7aAZVY1MN0
13. সম্মানিত শিক্ষকবৃন্দ, সামনে মে, মাসের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে, সিলেবাস তৈরি করতে হবে এবং দেয়া সিলেবাস অনুযায়ী একমাস ক্লাসে রিভিশন করাতে হবে। ডেমো ফাইলে পরীক্ষার আপডেট করা রুটিন ও ফাইলের ফরম্যাট দেয়া আছে। Submission Date: 21/03/24 ***অনুগ্রহ করে সবাই ফাইলের ফরম্যাট ব্যবহার করবেন এবং সিলেবাসে টপিক অনুযায়ী, বইয়ের নাম এবং পেজ নাম্বার উল্লেখ করে দিবেন। যেই ব্যাচের পরীক্ষা হবে, সংশ্লিষ্ট সাব্জেক্টের টিচাররা তাদের সিলেবাসের ছবি, পরীক্ষার ডেট উল্লেখ করে সাব্জেক্ট অনুযায়ী হোমওয়ার্কের সেকশনে আপ্লোড করবেন। File Link: https://docs.google.com/presentation/d/1EzxEWpTHhX0kHlo0PDGdp4-UDz79mPze/edit?usp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true
14. আসসালামু আলাইকুম। মার্চ মাসে রীহা ক্লাস করবে না। রমজান মাস উপলক্ষে রীহাকে ছুটি করাব। কারণ বাংলা ক্লাসের টাইম এর সাথে ইফতারের টাইম এক হয়ে যাচ্ছে। এছাড়া স্কুল থাকার কারণে অন্য কোন টাইম মিলাতে পারছি না ইনশাআল্লাহ এপ্রিল মাস থেকে আবার ক্লাসে জয়েন করবে।
15. মুন্তাসিন আহমেদ, 5DB24 স্কুলে আর কন্টিনিউ করবে না। Ahyan Haque (5DB24) আর কন্টিনিউ করবেনা।
16. এই সপ্তাহ থেকে জুনাইরা 8MA25 থেকে 9MB25 আবান 9MB25 থেকে 9MA25 রুফাইদা 8SA24 থেকে 8MA25 ব্যাচে জয়েন করবে রায়ান 5MB25 থেকে 9JB24 ব্যাচে শুধু মাত্র ইংলিশ ক্লাসে জয়েন করবে সামনের শনিবার থেকে রিহান 1JC24 থেকে 1DA24 ব্যাচে জয়েন করবে। এখানে অনেকেই তাদের প্রিভিয়াস ব্যাচের লিংকে হোমওয়ার্ক সাবমিট করেছে, এইজন্য অনুগ্রহ করে সবার প্রিভিয়াস ব্যাচের হোমওয়ার্ক টা চেক করে ফিডব্যাক দিবেন (রুফাইদা বাদে)।
17. জাহিন 9MA25 এ কন্টিনিউ করবে, বাংলাদেশে থাকার জন্য তার ক্লাস মিস হচ্ছে। ক্লাসে এটেন্ড করলে, তার নাম ধরে তাকে স্পেশাল এটেনশন দিবেন, না হলে সে পড়ার আগ্রহ হারিয়ে ফেলে।
18. Nafsi kaynat khan ( 1DA2024) আর কন্টিনিউ করবেনা।
19. এই সপ্তাহ থেকে রেইনা( 8MB23) থেকে 7MA23 ব্যাচে জয়েন করবে। এবং Zunaira 9MB25 থেকে 8MA25 ব্যাচে জয়েন করবে।