Content
Notice Board - (17/05/2025)
আসসালামু আলাইকুম, (17th May, 2025)
সকলকে অভিনন্দন জানাচ্ছি l নিম্নোক্ত বিষয়ের উপর সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি
- আসসালামু আলাইকুম, স্টুডেন্ট পয়েন্ট এর ফাইলে একটা মাসের এভারেজ পয়েন্ট সাবমিট করতে হবে। এখানে Ban-/Eng-/Ara-/ Ban-10/Eng-9/Ara-8/ এভাবে পয়েন্ট গুলো সাবমিট করে দিতে হবে এবং PP লিখে প্যারেন্টস পয়েন্ট শুধু মাত্র ক্লাস টিচাররা দিবেন। জুন ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫, মাসের পয়েন্ট গুলো সাবমিট করতে হবে। কোনো ব্যাচের স্টুডেন্ট এর নাম মিস থাকলে, টিচাররা এড করে নাম্বার দিয়ে দিতে পারবেন এবং এডমিন কে জানিয়ে রাখবেন।
Link: https://drive.google.com/drive/folders/1C-m4y_JknaqMcEDXZOKYmN57UVLAS_m6?usp=sharing
Submission Deadline: 14/02/2025
2. অনুগ্রহ করে হোমওয়ার্কের সাথে সিলেবাসের ছবি আপলোড করবেন।
3. https://newagekidsschool.com/general-pages/external-teachers-for-february-25-exam- External Teacher Feb-25
4. https://newagekidsschool.com/general-pages/admins-active-working-time
5. ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা কো হোস্ট সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন।
কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়।
6. সম্মানিত শিক্ষকবৃন্দ, ইদানীং অনেকে ক্লাস শেষ করতে করতে বিরতির ১০ মিনিট সময়ও ক্লাস নিয়ে অতিবাহিত করছেন। এর প্রভাব পরবর্তী ক্লাসে পড়ছে এবং শিক্ষার্থীরা ক্লাসের টাইমে বিরতির সময় দাবি করছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ক্লাস নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করুন এবং বিরতির সময় সঠিকভাবে বজায় রাখুন।
7. অনুগ্রহ করে সময় অনুযায়ী টেম্পলেট গুলো শেয়ার করবেন, সকালের টেম্পলেট রাতের বেলা কিংবা রাতের বেলা কোনো ধরনের পোস্ট, ম্যাসেঞ্জারের কোনো সেশনের ব্যাচে দিবেন না (যেই ব্যাচে স্টুডেন্টরা আছে, এই ব্যাপারে আগে অভিযোগ এসেছিলো)।
8. সম্মানিত শিক্ষকবৃন্দ, ফেব্রুয়ারি-২৫, মাসে অনুষ্ঠিত ১৮ টি ব্যাচের পরীক্ষার রেজাল্ট সাবমিট করার ফাইলের লিংক দেয়া হয়েছে। যার যার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের নম্বর (সংখ্যায়), গ্রেড (A+) এবং পারসেন্টেজ (নম্বর অনুযায়ী 80%) এর ঘর গুলো যথাযথ ভাবে পূরণ করে, রেজাল্ট সাবমিট করতে হবে। ***টিচাররা রেজাল্টের লিংকে কোশ্চেন ব্যাংক ফোল্ডারে সেশন অনুযায়ী পরীক্ষার কোশ্চেন আপ্লোড করে দিবেন। Submission Deadline: 07-02-2025 Result Submission Link: https://drive.google.com/drive/folders/1k1Y48elLI7l4U8PFZ37alsDivy57JBKV?usp=sharing রেজাল্টের শীটে কোনো স্টুডেন্ট এর নাম মিসিং থাকলে সরাসরি এডমিন কে জানাবেন।
9. ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন। Submission Deadline: 03/02/25 File Link: https://docs.google.com/spreadsheets/d/11fxhE_evhdwT5fEnVec2QO9N1FO_lKaa/editusp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true
10. সম্মানিত শিক্ষকবৃন্দ, আগামী মে মাসের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে, সকল পরীক্ষার্থীদের রিপোর্ট তৈরি করতে হবে এবং এখানে দেয়া লিংকে ক্লিক করে সেশন অনুযায়ী ক্লিক করলে (Student Report) নামের একটা ফাইল থাকবে। ফাইলে আলাদা করে সেশন অনুযায়ী ব্যাচের নাম দেয়া হয়েছে। ক্লাস টিচাররা সংশ্লিষ্ট টিচারদের কাছ থেকে স্টুডেন্ট রিপোর্ট সংগ্রহ করে, ব্যাচের নাম অনুযায়ী জায়গায় সাবমিট করবেন। Submission Date: 21/03/25 File Link: https://drive.google.com/drive/u/0/folders/1g3DUO3vjSKc2tML5m4Jhun7aAZVY1MN0
11. সম্মানিত শিক্ষকবৃন্দ, সামনে মে, মাসের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে, সিলেবাস তৈরি করতে হবে এবং দেয়া সিলেবাস অনুযায়ী একমাস ক্লাসে রিভিশন করাতে হবে। ডেমো ফাইলে পরীক্ষার আপডেট করা রুটিন ও ফাইলের ফরম্যাট দেয়া আছে। Submission Date: 21/03/24 ***অনুগ্রহ করে সবাই ফাইলের ফরম্যাট ব্যবহার করবেন এবং সিলেবাসে টপিক অনুযায়ী, বইয়ের নাম এবং পেজ নাম্বার উল্লেখ করে দিবেন। যেই ব্যাচের পরীক্ষা হবে, সংশ্লিষ্ট সাব্জেক্টের টিচাররা তাদের সিলেবাসের ছবি, পরীক্ষার ডেট উল্লেখ করে সাব্জেক্ট অনুযায়ী হোমওয়ার্কের সেকশনে আপ্লোড করবেন। File Link: https://docs.google.com/presentation/d/1EzxEWpTHhX0kHlo0PDGdp4-UDz79mPze/edit?usp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true
12. Tanaka Tashbee 8MA25, মুন্তাসিন আহমেদ, 5DB24, Ahyan Haque (5DB24) আর কন্টিনিউ করবেনা।
13. Ebara Haque 8SA24 বাংলাদেশে আছে এবং নেটওয়ার্ক ইস্যুর কারণে আপাতত কিছুদিন ক্লাস করবে না।
14. সন্মানিত শিক্ষকবৃন্দ, অভিভাবকদের বিশেষ অনুরোধে পরিক্ষার সময় ১ সপ্তাহ পিছানো হয়েছে। ১২ মে থেকে ১৮ মে পর্যন্ত পরীক্ষা হবে। যেসব ব্যাচে পরীক্ষা হবে ক্লাসে জানিয়ে দিবেন এবং সময় পরিবর্তন হয়েছে সেই নোটিশ হোমওয়ার্ক এ এড করে দিবেন। ধন্যবাদ।
15. রুটিনে নতুন সময় অনুযায়ী পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়েছে। অনুগ্রহ করে হোমওয়ার্ক দেয়ার সময় সিলেবাসের সাথে আপলোড করে দিবেন। https://docs.google.com/presentation/d/1EzxEWpTHhX0kHlo0PDGdp4-UDz79mPze/edit?slide=id.g3436e27797f_0_3#slide=id.g3436e27797f_0_3
16. সন্মানিত শিক্ষকবৃন্দ, অনুগ্রহ করে কোন ব্যাচে যদি এমন স্টুডেন্ট থাকে যেটা ওর মেইন ব্যাচ না আর মেইন ব্যাচে ওর এক্সাম থেকে থাকে তাহলে আমাদের ওই স্টুডেন্টের ও এক্সাম নিতে হবে এবং তার মার্ক্স তার মেইন ব্যাচে সাবমিট করতে হবে।