Content

Notice Board - (20/09/2025)

আসসালামু আলাইকুম,

সকলকে অভিনন্দন জানাচ্ছি l নিম্নোক্ত বিষয়ের উপর সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।


1. অ্যাডমিনদের একটিভ টাইম⏱ (এখানে ক্লিক করুন)

2. 🛎️ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা কো হোস্ট সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন। 📌কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়।

3. সম্মানিত শিক্ষকবৃন্দ, ইদানীং অনেকে ক্লাস শেষ করতে করতে বিরতির ১০ মিনিট সময়ও ক্লাস নিয়ে অতিবাহিত করছেন। এর প্রভাব পরবর্তী ক্লাসে পড়ছে এবং শিক্ষার্থীরা ক্লাসের টাইমে বিরতির সময় দাবি করছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ক্লাস নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করুন এবং বিরতির সময় সঠিকভাবে বজায় রাখুন।

4. 🛎️ অনুগ্রহ করে সময় অনুযায়ী টেম্পলেট গুলো শেয়ার করবেন, সকালের টেম্পলেট রাতের বেলা কিংবা রাতের বেলা কোনো ধরনের পোস্ট, ম্যাসেঞ্জারের কোনো সেশনের ব্যাচে দিবেন না। (যেই ব্যাচে স্টুডেন্টরা আছে, এই ব্যাপারে আগে অভিযোগ এসেছিলো)

5. 🛎️ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন। Submission Deadline: 03/02/25 File Link: https://docs.google.com/spreadsheets/d/11fxhE_evhdwT5fEnVec2QO9N1FO_lKaa/editusp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true

6. 🛎️সন্মানিত শিক্ষকবৃন্দ, অনুগ্রহ করে কোন ব্যাচে যদি এমন স্টুডেন্ট থাকে যেটা ওর মেইন ব্যাচ না আর মেইন ব্যাচে ওর এক্সাম থেকে থাকে তাহলে আমাদের ওই স্টুডেন্টের ও এক্সাম নিতে হবে এবং তার মার্ক্স তার মেইন ব্যাচে সাবমিট করতে হবে। 

7. আসসালামু আলাইকুম, নতুন ব্যাচের ক্লাস শুরু হয়েছে, যাদের ক্লাস আছে সময় অনুযায়ী জয়েন হয়ে যাবেন। কোন স্টুডেন্ট জয়েন না করলে এডমিন কে জানাবেন।

8. 📌 তাহিরা খান বাংলাদেশে যাওয়ার কারণে সেপ্টেম্বর মাস একটু গ্যাপ যেতে পারে, অক্টোবর থেকে নিয়মিত জয়েন করতে পারবে।

9. 📌এখন থেকে 9DB23 তে Ruhe,Namira, Sarika, Labib, Taheem এবং 9JA22 তে Anaya, Inaya, Abrar,Muntaha,liana জয়েন করবে।

10. 📌Tasnimul 9SB25 থেকে 9JB25 এ জয়েন করবে।শুধু ইংরেজি এবং আরবি ক্লাস করবে। 📌 9SB25 এ নতুন একজন জয়েন করবে আজকে। তার লেভেল ঠিক আছে কিনা জানাবেন। আর তালহা নামের একজন স্টুডেন্ট জয়েন করবে সে শুধু ইংরেজি ক্লাস করবে।

11. 📌এখন থেকে 👉Rihan, Sanika. 7SA25 থেকে 7JA25 👉Ashiya 1JB25 থেকে 7JA25 এ 👉Nuha 7JA25 থেকে 7SA25 এ 👉Mahir 9SB25 থেকে 9JD24 এ জয়েন করবে।

12. 📣সম্মানিত শিক্ষকবৃন্দ, আগামী নভেম্বর মাসের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে সিলেবাস তৈরি করতে হবে এবং দেয়া সিলেবাস অনুযায়ী একমাস ক্লাসে রিভিশন করাতে হবে। ডেমো ফাইলে পরীক্ষার আপডেট করা রুটিন ও ফাইলের ফরম্যাট দেয়া আছে। Submission Date: 20/09/25 ***অনুগ্রহ করে সবাই ফাইলের ফরম্যাট ব্যবহার করবেন এবং সিলেবাসে টপিক অনুযায়ী, বইয়ের নাম এবং পেজ নাম্বার উল্লেখ করে দিবেন। যেই ব্যাচের পরীক্ষা হবে, সংশ্লিষ্ট সাব্জেক্টের টিচাররা তাদের সিলেবাসের ছবি, পরীক্ষার ডেট উল্লেখ করে সাব্জেক্ট অনুযায়ী হোমওয়ার্কের সেকশনে আপ্লোড করবেন। ** গ্রেজুয়েশন ব্যাচগুলোর পরীক্ষার তারিখ উল্লেখ করা হয়েছে।সেই অনুযায়ী প্রস্তুতি নিবেন। File Link: https://drive.google.com/drive/u/0/folders/1w1mti_QvW49Nhzil4WID9OBfjAzZh_qL