Content

Notice Board - (23/02/2025)

আসসালামু আলাইকুম,  (23th February, 2025)

সকলকে অভিনন্দন জানাচ্ছি l নিম্নোক্ত বিষয়ের উপর সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি

  1. আসসালামু আলাইকুম, স্টুডেন্ট পয়েন্ট এর ফাইলে একটা মাসের এভারেজ পয়েন্ট সাবমিট করতে হবে। এখানে Ban-/Eng-/Ara-/ Ban-10/Eng-9/Ara-8/ এভাবে পয়েন্ট গুলো সাবমিট করে দিতে হবে এবং PP লিখে প্যারেন্টস পয়েন্ট শুধু মাত্র ক্লাস টিচাররা দিবেন। জুন ২০২৪ থেকে ফেব্রুয়ারি ২০২৫, মাসের পয়েন্ট গুলো সাবমিট করতে হবে। কোনো ব্যাচের স্টুডেন্ট এর নাম মিস থাকলে, টিচাররা এড করে নাম্বার দিয়ে দিতে পারবেন এবং এডমিন কে জানিয়ে রাখবেন।

      Link: https://drive.google.com/drive/folders/1C-m4y_JknaqMcEDXZOKYmN57UVLAS_m6?usp=sharing

      Submission Deadline: 14/02/2025

      2. T2,T3 & T4 জি মেইলের (g-mail) লিংকের পাসওয়ার্ড চেঞ্জ হয়েছে।

      3. অনুগ্রহ করে হোমওয়ার্কের সাথে সিলেবাসের ছবি আপলোড করবেন।

      4. https://newagekidsschool.com/general-pages/external-teachers-for-february-25-exam-   External Teacher Feb-25

      5. https://newagekidsschool.com/general-pages/admins-active-working-time

 6. 🛎️ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা কো হোস্ট সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন। 📌কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়।

7. সম্মানিত শিক্ষকবৃন্দ, ইদানীং অনেকে ক্লাস শেষ করতে করতে বিরতির ১০ মিনিট সময়ও ক্লাস নিয়ে অতিবাহিত করছেন। এর প্রভাব পরবর্তী ক্লাসে পড়ছে এবং শিক্ষার্থীরা ক্লাসের টাইমে বিরতির সময় দাবি করছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ক্লাস নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করুন এবং বিরতির সময় সঠিকভাবে বজায় রাখুন।

8.Mehjabeen Islam Momo (7MB 23) বাংলাদেশ থেকে জাপানে ব্যাক করবে তাই ৩-৪ তারিখ এক্সাম দিতে পারবেনা। সংশ্লিষ্ট শিক্ষকদের অনুরোধ করছি পরবর্তীতে যেন ওর পরীক্ষা নেয়া হয়।

9. 🛎️ অনুগ্রহ করে সময় অনুযায়ী টেম্পলেট গুলো শেয়ার করবেন, সকালের টেম্পলেট রাতের বেলা কিংবা রাতের বেলা কোনো ধরনের পোস্ট, ম্যাসেঞ্জারের কোনো সেশনের ব্যাচে দিবেন না (যেই ব্যাচে স্টুডেন্টরা আছে, এই ব্যাপারে আগে অভিযোগ এসেছিলো)।
 
10. 📢 ইনায়া নেক্সট সপ্তাহের শনিবার থেকে 1JC24 থেকে 1JA24 ব্যাচে জয়েন করবে, তাকে এই ব্যাচে সবাই সেইম পড়া পড়াবেন। তাকে একটু এক্সট্রা এটেনশন দিবেন এবং প্রব্লেম হলে এডমিন কে জানাবেন।

11. 📣সম্মানিত শিক্ষকবৃন্দ, ফেব্রুয়ারি-২৫, মাসে অনুষ্ঠিত ১৮ টি ব্যাচের পরীক্ষার রেজাল্ট সাবমিট করার ফাইলের লিংক দেয়া হয়েছে। যার যার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের নম্বর (সংখ্যায়), গ্রেড (A+) এবং পারসেন্টেজ (নম্বর অনুযায়ী 80%) এর ঘর গুলো যথাযথ ভাবে পূরণ করে, রেজাল্ট সাবমিট করতে হবে। ***টিচাররা রেজাল্টের লিংকে কোশ্চেন ব্যাংক ফোল্ডারে সেশন অনুযায়ী পরীক্ষার কোশ্চেন আপ্লোড করে দিবেন। Submission Deadline: 07-02-2025 Result Submission Link: https://drive.google.com/drive/folders/1k1Y48elLI7l4U8PFZ37alsDivy57JBKV?usp=sharing রেজাল্টের শীটে কোনো স্টুডেন্ট এর নাম মিসিং থাকলে সরাসরি এডমিন কে জানাবেন।

12. 🛎️ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন। Submission Deadline: 03/02/25 File Link: https://docs.google.com/spreadsheets/d/11fxhE_evhdwT5fEnVec2QO9N1FO_lKaa/editusp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true

13. 🔔গ্রাজুয়েশন এর ব্যাচের সংশ্লিষ্ট টিচাররা (৩ সাব্জেক্ট এর) স্পিচ দিবেন। সংশ্লিষ্ট শিক্ষক সবাই তাদের অনুভূতি বলবে। কনভোকেশনে উপস্থিত শিক্ষার্থীদের তাদের অনুভূতি
জিজ্ঞাসা করব আমরা তারা বলবে, আমার গ্রাজুয়েশন করতে পেরে খুব ভালো লাগছে পিতা-মাতা এবং সকল শিক্ষকদের প্রতি আমি কৃতজ্ঞ, সকলে আমার জন্য দোয়া করবেন।
সুতরাং সংশ্লিষ্ট বাংলা টিচাররা বাচ্চাদের এ জিনিসটি শিখিয়ে দিবেন।

14.  🔔আয়াত মার্চের ১২/১৩ তারিখে এক্সাম এটেন্ড করবে, বাংলাদেশে যাওয়ার জন্য সে এই সপ্তাহে পরীক্ষায় এটেন্ড করতে পারবে না

15. 🛎️সামনের সপ্তাহ থেকে 1.মিন্না 7SC22 থেকে 9JA22, 2. জাহিন 1DA24 থেকে 5DB24 3.মাশফি (নতুন স্টুডেন্ট) 9SA24 (Only English) 4. মানহা/ফাইজা 9SA24 থেকে 1JC24 5. রেইনা 9MA22 থেকে 8MB23 6. আদইয়ান 5JB22 to 5DB24 (transferred from Arabic class) 7. রাইসা 9MA22 থেকে 9DC22 (বাংলা সহ সব সাব্জেক্ট) 8. স্বপ্নীল 5JB22 থেকে 7SC22 9. আয়ান আহনাফ/ আহনাফ হিমুরু 7SB24(only Arabic) 10. ইসমাইল 5MB22 থেকে 1JC23 ( এখন থেকে শুধু বাংলা ক্লাসে জয়েন করবে, অন্য সাব্জেক্ট পড়বে না)। 11. Ahanaf tazwar rajjo 9SA24 ব্যাচে জয়েন করবে (নতুন স্টুডেন্ট) এখানে দেয়া লিস্ট অনুযায়ী যদি কেউ ক্লাসে এটেন্ড না করে এডমিন কে জানাবেন। কোনো প্রবলেম হলে ইনবক্সে এডমিন কে জানাবেন।

16. 🛎️সামনের সপ্তাহ থেকে সুহাইলা 7SC22 ব্যাচে জয়েন করবে।

17. 💐বর্ষপূর্তি উদযাপন ২রা মার্চ সকাল ১০টায় হবে।

18. 🛎️এই সপ্তাহ থেকে Labib 9DC22 থেকে 9JA 22 ব্যাচে এবং Huzaifa 9SA23 থেকে 7JB 23 ব্যাচে জয়েন করবে।

19. ২৬ শে ফেব্রুয়ারি থেকে 9MA22 ব্যাচ ভেকেন্ট হয়ে যাচ্ছে। ২৬ তারিখ থেকে এই ব্যাচে আর কোন ক্লাস হবেনা।

20.  🛎️আগামী মাস (মার্চ) থেকে সুহানা (9DB23) আমাদের স্কুলে আর কন্টিনিউ করবেনা।

21. 🛎️২২ তারিখ সাধারণ নিয়মে ক্লাস পরিচালিত হবে। শুধুমাত্র শেষের ক্লাসটা হবে না ওই সময় শিক্ষার্থীরা নিজেরা কনভোকেশনের জন্য প্রস্তুত হয়ে নিবে এবং আটটা থেকে প্রোগ্রামে জয়েন করবে। ২৩ তারিখে ক্লাস হবে। মার্চ মাসের ১তারিখ থেকে ইংলিশ ভার্সনের ক্লাস গুলো শুরু হবে।

22. সাফফাত (1JA24) এর টনসিল এর প্রব্লেম হয়েছে। এই কারণে ও প্রতি সপ্তাহে অসুস্থ হচ্ছে। যার কারণে ক্লাস এ ঠিক মত এটেন্ড করতে পারছেনা। আজ বা কাল এর মধ্যে ওকে হসপিটালে নেয়া হবে অপারেশন এর জন্য, সকলের কাছে উনি দুয়া প্রার্থী।

23. 🛎️এই সপ্তাহ থেকে 9SA23 স্টুডেন্ট রা 9DC22 ব্যাচে ক্লাস করবে। 9SA23 ব্যাচটি ভ্যাকেন্ট হয়ে গেছে, এই ব্যাচের টেম্পলেট শেয়ার করবেন না। কোনো স্টুডেন্ট জয়েন না করলে এডমিন কে জানাবেন।