Content

Notice Board - (26/08/2025)

আসসালামু আলাইকুম,

সকলকে অভিনন্দন জানাচ্ছি l নিম্নোক্ত বিষয়ের উপর সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।


1. অ্যাডমিনদের একটিভ টাইম⏱ (এখানে ক্লিক করুন)

2. 🛎️ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা কো হোস্ট সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন। 📌কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়।

3. সম্মানিত শিক্ষকবৃন্দ, ইদানীং অনেকে ক্লাস শেষ করতে করতে বিরতির ১০ মিনিট সময়ও ক্লাস নিয়ে অতিবাহিত করছেন। এর প্রভাব পরবর্তী ক্লাসে পড়ছে এবং শিক্ষার্থীরা ক্লাসের টাইমে বিরতির সময় দাবি করছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ক্লাস নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করুন এবং বিরতির সময় সঠিকভাবে বজায় রাখুন।

4. 🛎️ অনুগ্রহ করে সময় অনুযায়ী টেম্পলেট গুলো শেয়ার করবেন, সকালের টেম্পলেট রাতের বেলা কিংবা রাতের বেলা কোনো ধরনের পোস্ট, ম্যাসেঞ্জারের কোনো সেশনের ব্যাচে দিবেন না। (যেই ব্যাচে স্টুডেন্টরা আছে, এই ব্যাপারে আগে অভিযোগ এসেছিলো)

5. 🛎️ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন। Submission Deadline: 03/02/25 File Link: https://docs.google.com/spreadsheets/d/11fxhE_evhdwT5fEnVec2QO9N1FO_lKaa/editusp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true

6. 🛎️সন্মানিত শিক্ষকবৃন্দ, অনুগ্রহ করে কোন ব্যাচে যদি এমন স্টুডেন্ট থাকে যেটা ওর মেইন ব্যাচ না আর মেইন ব্যাচে ওর এক্সাম থেকে থাকে তাহলে আমাদের ওই স্টুডেন্টের ও এক্সাম নিতে হবে এবং তার মার্ক্স তার মেইন ব্যাচে সাবমিট করতে হবে।

7. 📌 রাইফা (9DA22), Sheikh kabir (9JD24), Saffat (1JA24), Shreyan (7MA24) Hossain Fathan (5JB25) আর কন্টিনিউ করবে না।

8. 📣সম্মানিত শিক্ষকবৃন্দ, আগস্ট-২৫, মাসে অনুষ্ঠিত ২০ টি ব্যাচের পরীক্ষার রেজাল্ট সাবমিট করার ফাইলের লিংক দেয়া হয়েছে। যার যার সাবজেক্ট অনুযায়ী সাবজেক্টের নম্বর (সংখ্যায়), গ্রেড (A+) এবং পারসেন্টেজ (নম্বর অনুযায়ী 80%) এর ঘর গুলো যথাযথ ভাবে পূরণ করে, রেজাল্ট সাবমিট করতে হবে। ***টিচাররা রেজাল্টের লিংকে কোশ্চেন ব্যাংক ফোল্ডারে সেশন অনুযায়ী পরীক্ষার কোশ্চেন আপ্লোড করে দিবেন। Submission Deadline: 12-08-2025 Result Submission Link: https://drive.google.com/drive/folders/1X4QMpgVheyjNmybceN9cP7K8rzAmkDRy রেজাল্টের শীটে কোনো স্টুডেন্ট এর নাম মিসিং থাকলে সরাসরি এডমিন কে জানাবেন।

9. 📌 Abrar Zaman (9DB23) আগস্ট মাসে শুধু মাত্র বুধবার এর ক্লাস গুলোয় জয়েন করতে পারবেনা। অর্থাৎ আগস্ট মাসে ১ দিন করে ক্লাস করবে। 

10. আসসালামু আলাইকুম, নতুন ব্যাচের ক্লাস আজকে থেকে শুরু হবে, যাদের ক্লাস আছে সময় অনুযায়ী জয়েন হয়ে যাবেন। কোন স্টুডেন্ট জয়েন না করলে এডমিন কে জানাবেন।

11. 📣সম্মানিত শিক্ষকবৃন্দ, অগাস্ট মাসের ৩০ তারিখ শনিবার আমাদের একটা টিচার্স মিটিং অনুষ্ঠিত হবে। সময়: 5:10 pm ***সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার মিটিং এ উপস্থিত থাকবেন। ✅✅✅✅✅ Zoom Meeting by clicking this link : https://us02web.zoom.us/j/8460547081?pwd=L0RCRTEwelZKcEhWMkxwRUNNMUczQT09 OR USE Meeting ID: 846 054 7081 Passcode: 071847