Content
Notice Board - (30/10/2025)
আসসালামু আলাইকুম,
সকলকে অভিনন্দন জানাচ্ছি l নিম্নোক্ত বিষয়ের উপর সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।
1. অ্যাডমিনদের একটিভ টাইম⏱ (এখানে ক্লিক করুন)
2.  ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা কো হোস্ট সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন।
ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা কো হোস্ট সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন।  কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়।
কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়।
3. সম্মানিত শিক্ষকবৃন্দ, ইদানীং অনেকে ক্লাস শেষ করতে করতে বিরতির ১০ মিনিট সময়ও ক্লাস নিয়ে অতিবাহিত করছেন। এর প্রভাব পরবর্তী ক্লাসে পড়ছে এবং শিক্ষার্থীরা ক্লাসের টাইমে বিরতির সময় দাবি করছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ক্লাস নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করুন এবং বিরতির সময় সঠিকভাবে বজায় রাখুন।
4.  অনুগ্রহ করে সময় অনুযায়ী টেম্পলেট গুলো শেয়ার করবেন, সকালের টেম্পলেট রাতের বেলা কিংবা রাতের বেলা কোনো ধরনের পোস্ট, ম্যাসেঞ্জারের কোনো সেশনের ব্যাচে দিবেন না। (যেই ব্যাচে স্টুডেন্টরা আছে, এই ব্যাপারে আগে অভিযোগ এসেছিলো)
 অনুগ্রহ করে সময় অনুযায়ী টেম্পলেট গুলো শেয়ার করবেন, সকালের টেম্পলেট রাতের বেলা কিংবা রাতের বেলা কোনো ধরনের পোস্ট, ম্যাসেঞ্জারের কোনো সেশনের ব্যাচে দিবেন না। (যেই ব্যাচে স্টুডেন্টরা আছে, এই ব্যাপারে আগে অভিযোগ এসেছিলো)
5.  ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন। Submission Deadline: 03/02/25 File Link: https://docs.google.com/spreadsheets/d/11fxhE_evhdwT5fEnVec2QO9N1FO_lKaa/editusp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true
ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন। Submission Deadline: 03/02/25 File Link: https://docs.google.com/spreadsheets/d/11fxhE_evhdwT5fEnVec2QO9N1FO_lKaa/editusp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true
6.  সন্মানিত শিক্ষকবৃন্দ, অনুগ্রহ করে কোন ব্যাচে যদি এমন স্টুডেন্ট থাকে যেটা ওর মেইন ব্যাচ না আর মেইন ব্যাচে ওর এক্সাম থেকে থাকে তাহলে আমাদের ওই স্টুডেন্টের ও এক্সাম নিতে হবে এবং তার মার্ক্স তার মেইন ব্যাচে সাবমিট করতে হবে।
সন্মানিত শিক্ষকবৃন্দ, অনুগ্রহ করে কোন ব্যাচে যদি এমন স্টুডেন্ট থাকে যেটা ওর মেইন ব্যাচ না আর মেইন ব্যাচে ওর এক্সাম থেকে থাকে তাহলে আমাদের ওই স্টুডেন্টের ও এক্সাম নিতে হবে এবং তার মার্ক্স তার মেইন ব্যাচে সাবমিট করতে হবে। 
7.  Tasnimul 9SB25 থেকে 9JB25 এ জয়েন করবে।শুধু ইংরেজি এবং আরবি ক্লাস করবে।
Tasnimul 9SB25 থেকে 9JB25 এ জয়েন করবে।শুধু ইংরেজি এবং আরবি ক্লাস করবে।  9SB25 এ নতুন একজন জয়েন করবে আজকে। তার লেভেল ঠিক আছে কিনা জানাবেন। আর তালহা নামের একজন স্টুডেন্ট জয়েন করবে সে শুধু ইংরেজি ক্লাস করবে।
 9SB25 এ নতুন একজন জয়েন করবে আজকে। তার লেভেল ঠিক আছে কিনা জানাবেন। আর তালহা নামের একজন স্টুডেন্ট জয়েন করবে সে শুধু ইংরেজি ক্লাস করবে।
8.  সম্মানিত শিক্ষকবৃন্দ, ১লা নভেম্বর, শনিবার আমাদের একটা টিচার্স মিটিং অনুষ্ঠিত হবে। সময়: 5:00 pm ***সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার মিটিং এ উপস্থিত থাকবেন।
সম্মানিত শিক্ষকবৃন্দ, ১লা নভেম্বর, শনিবার আমাদের একটা টিচার্স মিটিং অনুষ্ঠিত হবে। সময়: 5:00 pm ***সম্মানিত ভাইস প্রিন্সিপাল স্যার মিটিং এ উপস্থিত থাকবেন। 



 Zoom Meeting by clicking this link : https://us02web.zoom.us/j/8460547081?pwd=L0RCRTEwelZKcEhWMkxwRUNNMUczQT09 OR USE Meeting ID: 846 054 7081 Passcode: 071847
 Zoom Meeting by clicking this link : https://us02web.zoom.us/j/8460547081?pwd=L0RCRTEwelZKcEhWMkxwRUNNMUczQT09 OR USE Meeting ID: 846 054 7081 Passcode: 071847
Attachments
Images


