Content
Notice Board - (6/07/2025)
আসসালামু আলাইকুম,
সকলকে অভিনন্দন জানাচ্ছি l নিম্নোক্ত বিষয়ের উপর সকলের সজাগ দৃষ্টি আকর্ষণ করছি।
1. অ্যাডমিনদের একটিভ টাইম⏱ (এখানে ক্লিক করুন)
2. ক্লাস টিচারদের দৃষ্টি আকর্ষণ করছি, ক্লাস শুরু হওয়ার পর পরই আপনারা কো হোস্ট সিলেক্ট করে দিবেন। এবং লিভ নেয়ার আগে চেক করে নিবেন কো হোস্ট করা আছে কিনা অনেকে কো হোস্ট সিলেক্ট না করে শুধু একজনকে হোস্ট করে ক্লাস লিভ নিচ্ছেন।
কিছু স্টুডেন্ট বাংলাদেশ থেকে ক্লাস করছে, চেস্টা করবেন তাদের হোস্ট না করতে। নেটওয়ার্কের সমস্যার কারণে অনেকে সব ক্লাস করেনা এবং ক্লাস end করে চলে যায়।
3. সম্মানিত শিক্ষকবৃন্দ, ইদানীং অনেকে ক্লাস শেষ করতে করতে বিরতির ১০ মিনিট সময়ও ক্লাস নিয়ে অতিবাহিত করছেন। এর প্রভাব পরবর্তী ক্লাসে পড়ছে এবং শিক্ষার্থীরা ক্লাসের টাইমে বিরতির সময় দাবি করছে। আপনাদের প্রতি বিনীত অনুরোধ, ক্লাস নির্ধারিত সময়ের মধ্যেই সম্পন্ন করুন এবং বিরতির সময় সঠিকভাবে বজায় রাখুন।
4. অনুগ্রহ করে সময় অনুযায়ী টেম্পলেট গুলো শেয়ার করবেন, সকালের টেম্পলেট রাতের বেলা কিংবা রাতের বেলা কোনো ধরনের পোস্ট, ম্যাসেঞ্জারের কোনো সেশনের ব্যাচে দিবেন না। (যেই ব্যাচে স্টুডেন্টরা আছে, এই ব্যাপারে আগে অভিযোগ এসেছিলো)
5. ব্যাচ অব্জারভেশনের জন্য এখানে ফাইলের লিংক (T1 Drive) দেয়া হয়েছে, আপনাদের নেয়া বেস্ট ব্যাচের নাম এবং লিংকটি, দেয়া ফাইলে সাবমিট করে দিবেন। স্যার বা এডমিনরা ক্লাস গুলো অব্জার্ভ করবেন। Submission Deadline: 03/02/25 File Link: https://docs.google.com/spreadsheets/d/11fxhE_evhdwT5fEnVec2QO9N1FO_lKaa/editusp=sharing&ouid=112206744301110341921&rtpof=true&sd=true
6. সন্মানিত শিক্ষকবৃন্দ, অনুগ্রহ করে কোন ব্যাচে যদি এমন স্টুডেন্ট থাকে যেটা ওর মেইন ব্যাচ না আর মেইন ব্যাচে ওর এক্সাম থেকে থাকে তাহলে আমাদের ওই স্টুডেন্টের ও এক্সাম নিতে হবে এবং তার মার্ক্স তার মেইন ব্যাচে সাবমিট করতে হবে।
7.🛎️ নতুন সেশনের ক্লাস শুরু হয়েছে, সংশ্লিষ্ট ক্লাসের টিচারদেরকে, স্টুডেন্টদের লেভেল মূল্যায়ন করার জন্য অনুরোধ করছি, যাতে আমরা সঠিক ভাবে ব্যাচ গুলো রি এরেঞ্জ করতে পারি। দরকার হলে ক্লাসের পরে আলাদা করে স্টুডেন্টদের সাথে কথা বলে লেভেল টা চেক করে নিবেন।
টেম্পলেট অনুযায়ী স্টুডেন্ট অনুপস্থিত থাকলে গ্রুপে নাম মেনশন করে জয়েন করতে বলবেন, ক্লাসে কেউ জয়েন না করলে এডমিন কে জানাবেন।
8. 7SB24 ব্যাচে রামিনকে হোস্ট করবেন না, আয়ান বা শাকিল কে হোস্ট করবেন। এই ব্যাচের টিচাররা খেয়াল রাখবেন কোন স্টুডেন্ট যেন কোন অসংগতিপূর্ণ কথা না বলে স্পেশালি ব্রেক টাইম এ। ক্লাস রেকর্ড করে রাখতে পারেন।
9. Shakil (7SB24) বাসা চেঞ্জ করার কারণে আজকে এবং আগামীকাল ক্লাস এ জয়েন হতে পারবেনা, গত সপ্তাহেও অসুস্থতার কারণে ক্লাস মিস হয়েছিল, টিচারদের কাছে রিকুয়েস্ট করেছেন আগামী সপ্তাহে জয়েন করলে ওকে যেন রিভিশন করিয়ে দেয়া হয়।
10. সম্মানিত শিক্ষকবৃন্দ, আগামী আগস্ট মাসের পরীক্ষার পূর্ব প্রস্তুতি হিসেবে, সকল পরীক্ষার্থীদের রিপোর্ট তৈরি করতে হবে এবং এখানে দেয়া লিংকে ক্লিক করে সেশন অনুযায়ী ক্লিক করলে (Student Report) নামের একটা ফাইল থাকবে। ফাইলে আলাদা করে সেশন অনুযায়ী ব্যাচের নাম দেয়া হয়েছে। ক্লাস টিচাররা সংশ্লিষ্ট টিচারদের কাছ থেকে স্টুডেন্ট রিপোর্ট সংগ্রহ করে, ব্যাচের নাম অনুযায়ী জায়গায় সাবমিট করবেন। Submission Date: 9/07/25 File Link: https://drive.google.com/drive/folders/1X4QMpgVheyjNmybceN9cP7K8rzAmkDRy
11. সামনের সপ্তাহ থেকে
Saba 5JB25 থেকে 1DB24
Ayaan 5JB25 থেকে 1JA25
Ayaaz 5MB25 থেকে 7SB24 ব্যাচে জয়েন করবে।