Declaration
বাংলা হোমওয়ার্ক
১। রিডিং : মোবাইল ফোন ( ৫বার করে পড়বে)
বিদ্যুৎগতি,তরঙ্গ,পরিণত ,মাধ্যমে,প্রান্তে,গ্রাহক,ফোনসেট, বেতার, তরঙ্গ, আওয়াজ,রূপান্তরিত- শব্দগুলো শিখবে ও না দেখে লিখবে দুইবার।
Bangla Online Book part 2 , page :275-277 (Click here)
২। 'মোবাইল ফোন 'গল্পের অনুশীলনী -৩ মুখে মুখে বলি ও উত্তর লিখি ( পড়বে ও প্রশ্নসহ একবার লিখবে)
Bangla Online Book part 2 , page : 284(Click here)
ঘ) মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় কী বসাতে হয়?
উত্তর : মোবাইলে কথা বলার জন্য সব জায়গায় শক্তিশালী বেতার টাওয়ার বসাতে হয়। এ টাওয়ারগুলো একটি অন্যটির সাথে যোগাযোগের অদৃশ্য জাল বা নেটওয়ার্ক তৈরি করে।
ঙ) এসএমএস কী এবং কখন কাজে লাগে?
উত্তর : খুব কম শব্দে লিখে পাঠানো খবরকে বলা হয় এসএমএস। নেটওয়ার্কের জন্য কথা ভালো শোনা না গেলে বা কথা বলতে না চাইলে এসএমএস পাঠানো যায়।
Images


