Submitted homeworks (3)
Code:Homework#7397
Teacher name:Baktawar Marjan
Submission Deadline:April 08 at 12:00 PM
Published at:March 27 at 08:01 PM
*All time based on the Japan (UTC+9)
Declaration
বর্ণ দিয়ে বাক্য গঠন কর ২ বার Page No:20-56
Online Bangla Book Part-1, Page-31-48 (click here)
অ=অজগর= আমি অজগর ভয় পাই ।
আ=আম= আমি আম খাই।
ই= ইলিশ=ইলিশ আমাদের জাতীয় মাছ।
ঈ = ঈগল = ঈগল পাখি আকাশে উড়ে ।
উ = উট = উট রাস্তায় হেঁটে বেড়ায় ।
ঊ = ঊষা = আমি ঊষা দেখি ।
ঋ = ঋণ = ঋণ করা ভালো নয় ।
এ = একতারা = একতারা বাজিয়ে গান করা হয় ।
ঐ=ঐরাবত= ঐরাবত মানে হাতি।
ও= ওলকপি =ওলকপিখেতে মজা।
ঔ = ঔষধ = অসুখ হলে ঔষধ খেতে হয় ।
'ভোর হলো' ছড়াটি ৮ লাইন শিখবে Bangla-book-part-1-1st-edition,page=103
ভোর হলো
কাজী নজরুল ইসলাম
ভোর হলো দোর খোল
খুকুমনি ওঠে রে,
ঐ ডাকে জুঁই-শাখে
ফুল-খুকি ছোট রে।
খুলি হাল তুলি পাল
ঐ তরি চলল,
এইবার এইবার
খুকু চোখ খুলল।
Submit your homework